Sunday, December 31, 2017

আরো অনেকদিন

আরো অনেকদিন
.............. ঋষি
==============================================
শূন্য হাতে ফিরে যাওয়া
চলন্তিকা নতুন বছর যদি তোমার মতো হয়।
যদি ক্যালেন্ডারের পাতায় তোমার মুখ
যদি ভগ্নাংশে পাওয়া সময়ের ক্ষরণে সম্পূর্ণ পারিজাত।
ইন্দ্রের রাজসভায় যদি কোনো নর্তকী নয়
শুধু মাত্র সময় নগ্ন হয় ?

কি হবে ?
প্রশ্ন করছে হৃদয় ,
আর কোনো কুলকুলে যদি নয় ,এবার এক সমুদ্র বুকে
নোনা জল।

কি যে আবোল তাবোল স্বপ্ন
চলন্তিকা হাসছে আমার দিকে ফিরে।
দীর্ঘ অপেক্ষা
নিঃশ্বাসে বাড়তে থাকা কার্বনের কালি ,হাতে জ্বলন্ত নেভিকাট
অনর্গল পুড়িয়ে চলেছে বেহায়া হিসেব।
চলন্তিকা জানিস মাঝে মাঝে ঈশ্বরকে প্রশ্ন করতে ইচ্ছে হয়
আচ্ছা শুধু কি স্বপ্নে একটা জীবন বাঁচা যায় ?

শূন্য হাতে ভালোমন্দ
বছর ঘুরে আবার নতুন বছর চলন্তিকা তোমার ক্যালেন্ডারে। ]
আমার হৃদয়ের দেওয়ালে আমার কপাল লিখন
"শান্তি " , সো শুধু তোমার পাওয়ার মুহূর্তে।
আর বাকিটুকু
অনেক কাজ বাকি পরে আছে ,,, আরো অনেকদিন। 

No comments:

Post a Comment

কবি

কবিদের সত্যি কোন সময় হয় না কবিতার কবিদের নারী হয়, পাঠকপাঠিকা হয়, প্রেমিকা হয় কিন্তু নক্ষত্রের মতো কবিদের আকাশ জুড়ে শুধু দু:খ, আসলে কবিদের দু...