Sunday, December 10, 2017

জেদি

জেদি
.... ঋষি
=====================================================
সব কিছু মিলিয়ে একটা কবিতা লিখবো
আচ্ছা বলতো শরীর মনের ,,,নাকি মনের শরীর ?
কাব্য সময়ের,,, না ,,, সময়ের কাব্য ?
ঠোঁটে আগুন লাগলে আখরোট চিবিয়ে যায়।
জেদ বাড়ে ,,ভালো থাকার
শরীর মিশতে চায়।

গোলাপি স্তনে ঠোঁট রেখে মন ভিজে যায়
সে কি চোখের জল ?
বুকের খাঁজে আটকানো অভিনয় নীরবতা সাক্ষী রেখে যায়
সময় কাটানো।
পরবাঁশি কোনো সুর মনের পাটাতনে স্বপ্ন দেখে নিরিবিলি ভোরে
সূর্যদেখা তোর চেনা হাসি।
আচ্ছা বলতো মিশে যাওয়া কি জন্মের সাক্ষর
নাকি মৃত্যুর পরেই জন্ম লেখা হয় অন্য নামে ?
আচ্ছা সময় কি শুধু চলতে থাকা টিকটিক কাঁটা
নাকি কোনো পুরোনো তিথিতে কবিতার অন্য যাত্রা।
আদৌ কি  ধর্ম্যং স্বরনং গচ্ছামি
নাকি সেও শুধু কাব্য সময়ের অভিসারে। ...

সবকিছু মিলিয়ে একটা কবিতা লিখবো
যদি সময় হয় বেঁচে থাকার ক্লান্তির পর দেখা হবে।
তবে উত্তরগুলো জানার অপেক্ষায় রইলাম
অপেক্ষায় রইলাম চেনা পোট্রেটে  সাজিয়ে রাখা সময়ের।
 জেদ বাড়ে ,,ভালো থাকার
সময় জেদি হতে চায়।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...