Sunday, December 24, 2017

আর তারপর

আর তারপর
.... ঋষি
================================================
আর তারপর
ভালোবাসা গতি চায় ,চায় ডানা।
খোলা আকাশ ভর করা স্বাধীন পাখি
উড়তে উড়তে আকাশের ঠিকানায় রঙিন কাব্য।
বৃষ্টি এখন ঋতুকালীন মেঘে হয়
বাকিটুকু শুধু ভাবনার।

শহর শহরের দূরত্ব
মানুষ নাকি কম্পাসে মেপে দেওয়াল তৈরী করে চলে।
নিজের নিজের অধিকার ভিতে
এক একটা রবার স্ট্যাম্পে সম্পর্কের দেওয়াল।
অর্ডার অর্ডার
আজ থেকে আপনারা আইনানুগ ভাবে সব অধিকার থেকে মুক্ত।
এই শহরে বিক্রি হয় সম্পর্ক
অথচ এই শহরেও জেগে থাকে কোনো রাট জাগা পাখি।
আর তারপর ভালোবাসা গতি চায় ,চায় ডানা।
দমবন্ধ করা সম্পর্কের ভিটে মাটি
খুঁটে খাওয়া ঘুঘুদের বাস ,,,,নিরাময় চায় স্বাধীন আকাশ।
মৃত্যু এখানে গ্লানিমুক্ত কোনো অন্য স্বাদ
ভাবনার বৃষ্টি ,,,বাঁচা টুকু।

আর তারপর
ভালোবাসা গতি চায় ,চায় ডানা।
বোবা দুপুরে চঞ্চল শহরের হাজারো ব্যস্ততায়
উঠে আসে রবিঠাকুরের গান ,,,,ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।
ভালোবাসা গুমরে মরে  ..............

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...