Tuesday, November 8, 2022

অল্প কথার গল্প

 অল্প কথার গল্প 

.. ঋষি 


অল্প কথার গল্প হয় না 


তবু বলি তুমি বলছো দেশটা গোল্লায় যাচ্ছে 


একটা উনচল্লিশ বছরের লোক পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরে দিলো গান্ধীকে 


আমি বলি মারলো কেন ?


কে শেখালো তাকে গুলি চালাতে 


আমি বলি মতবাদ আর সত্যির মধ্যে তফাৎ নিমিত্তের। 


.

বেঁচে থাকাটা একটা আর্ট 

তফাৎ বিস্তর বাঁচার সাথে মাইমের ভূমিকায় যারা ,

যেটা চোখ দিয়ে, ভুরু দিয়ে,ঠোঁটের বক্রতা, হাতের আঙুল দিয়ে-

পৃথিবীর সমস্ত মুহূর্তগুলোকে বুঝিয়ে দেওয়া যায় 

কি প্রয়োজন ,

অথচ আমরা কথা বলি বেশি 

মানতে চাই না মাইমও আর্ট। 

.

অল্প কথার গল্প হয় না 

তুমি বলছো মেয়েটা ওখানে শাড়ি তুলে দাঁড়ায় 

কিন্তু কখনো টমি বুঝতে চাইলে না মেয়েটা সন্তানহীনা কারণ তার স্বামী নপুংসক 

কিংবা এটাও বুঝলে না মেয়েটা বিধবা ও অশিক্ষিত 

মেয়েটার ঘরে বৃদ্ধ শ্বশুর এবং তিনটে সন্তান। 

আসলে আমরা যা দেখি বা যা বুঝি সেটা হলো সময়ের বিজ্ঞাপন

কারণ আমাদের মতো মাথামোটার দেশে বিজ্ঞাপনের থেকে বেস্ট অপশন নেই 

মানুষকে বোকা বানাবার। 

আমরা বুঝতে চাই না আমাদের চোখের বাইরে একটা সত্যি 

আমাদের বিশ্বাসের বাইরে একটা বিশ্বাস আছে 

আমরা ঈশ্বর বিশ্বাস করি 

কিন্তু কিছুতেই মানতে চাই মানুষের মাঝেও ঈশ্বর আছে 

সেই ঈশ্বর ক্ষুদার্থ 

সেই ঈশ্বর অসহায় 

সেই ঈশ্বর স্বজনহারা ,নিঃস্ব এবং একা ,

আমরা কারণে বিশ্বাস করি 

কিন্তু কারণের বাইরে কারণগুলো কখনোই খতিয়ে দেখি না। 

.


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...