অন্য তোমাকে
... ঋষি
.
দৌড়োচ্ছি আমরা সকলে
টেবিলে ওপরে,মেট্রোর গলিতে ,রাস্তার ওপাশে ,নিয়মের সাথে কিংবা অনিয়মে
দাঁড়াচ্ছি আমরা হয়তো কখনো মুখোমুখি বোঝাপড়া,
কবিতার কলম
হঠাৎ মনে পড়া মুখ ,গহীন কালো চোখ
অবিরত কিছু কবিতার খোলাপাতা নির্বাক হয়ে থাকে।
.
যারা মনের ভিতর থাকে তারা মনে থাকে
অথচ কখনো অভিমান কুঁড়িয়ে কেউ কেউ প্রয়োজনের হিসেব খোঁজে
হিসেবে খোঁজে খোলা জানলার ওপাশে এক পল্টন মেঘ
বৃষ্টি পাহাড়িয়া সুরে আলোআঁধারি পথ
সূর্য ডুবে গেছে এ শহরে
তোমার মনের গাছটা বোধহয় এতদিনে স্বাবলম্বী হয়ে গেছে।
.
আমি সবুজ কুঁড়িয়ে ফিরি
নিয়ম ভাঙি ,তোমার প্রোফাইলের ছবির দিকে তাকিয়ে দেখি
আমাদের বয়স গিয়েছে ভেঙে
একটা অগোছালো মনের আলমারির ভিতর অনুভবগুলো জমা আছে ,
জমা আছে সমুদ্রের মাঝের সেই কাঁচের ঘরটা
যার চাবি হারিয়ে গেছে।
আমি তোমার চোখে আজও সমুদ্র দেখতে পাই
দেখতে পাই অনিয়মের নিয়মে কাটিয়ে ফেলা একটা জীবন শুধু মাত্র বুভুক্ষু
সমুদ্রের ঢেউয়ের আঘাতে পার ভাঙে
তোমার জমানো বাকি জীবনে কিছু কথা মনে থেকে যায়
তোমার ছোট দাদু তোমাকে ওমরাওজান বলে ডাকতো
তবুও জীবন ফুরিয়ে যাই না
বরং একটা আহুতি খিলখিলিয়ে হাসে মনে করিয়ে দেয় অন্য তোমাকে।
No comments:
Post a Comment