প্রাক্তন দড়ির উপর দাঁড়িয়ে ন্যেকা কান্না
স্তম্ভিত হিসেবের আগলের ভিতর মোমবাতি জ্বলে,
জল্লাদ তার শেষ আকুতিতে জীবিকা খোঁজে
জীবিকা হলো জীবন
কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সকলেই জনতা।
জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...
No comments:
Post a Comment