প্রাক্তন দড়ির উপর দাঁড়িয়ে ন্যেকা কান্না
স্তম্ভিত হিসেবের আগলের ভিতর মোমবাতি জ্বলে,
জল্লাদ তার শেষ আকুতিতে জীবিকা খোঁজে
জীবিকা হলো জীবন
কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সকলেই জনতা।
একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...
No comments:
Post a Comment