Monday, November 21, 2022

স্বপ্ন সংক্রান্ত

 স্বপ্ন সংক্রান্ত 

... ঋষি 

.

স্বপ্নের আগে 

..........

একটা লম্বা রাস্তা দাঁড়িয়ে রেসের মাঠে 

আমি সাদা ঘোড়া ,তুমি কালো ,আরো কেউ কালো সাদা 

কত রং ,

উজবুক আমরা সবাই 

ছুট.....ছুট........ছুট................ছুটি 

হচ্ছে না। 

.

স্বপ্নের পরে 

.............

সেই যে কবিতার নামে বাড়িটা 

আমাদের গৃহপ্রবেশ ,সময়ের পুরোনো দরজাটা খোলা হয় নি

আমরা সকলেই কমবেশি চিড়িয়াখানা। 

নির্ভেজাল স্লোগানে সকলেই শুধু সুখ খুঁজি নিজের অবচেতনে 

অসুখ আমাদের 

বুকের ব্যারিকেটে স্বপ্নরা বড়ো ভিখারী। 

.

যদি স্বপ্ন না দেখি 

.................

সৃষ্টির লাগোয়া আদমের বুকে আজও ফুল ফোটে 

পামীর উপত্যকা নারী শরীর না 

ইভের আগের যে জন তাকে মনে রাখার দরকার কি ? 

ঈশ্বরের বাগানে কবিতা চুরি হচ্ছে রোজ 

আমরা সকলে কবিতার গাছ 

আর আমাদের শস্যে সভ্যতা সত্যি হচ্ছে। 

.

হঠাৎ মৃত স্বপ্ন 

...................

পিছন ফিরে ঘোড়ারা দৌড়োয় না 

শুধু ট্রেনের দরজায় দাঁড়ালে পৃথিবীটা পিছনের দিকে হাঁটে 

আমরা তো মিথ্যে পৃথিবীতে বাঁচতে চাই না কেউ 

তাই মৃত স্বপ্নগুলোকে কবর দিয়ে ফেলি 

কিন্তু সময় সময় কুকুরের মাটি খুঁড়ি

কারণ স্বপ্নরা মরে না কখনো।  


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...