Monday, November 21, 2022

বেআব্রু কবিতা

 বেআব্রু কবিতা 

... ঋষি 


অশান্ত এক সকাল ,ভাবনার ক্লান্তি পেরিয়ে 

চেয়ে আছি খুব দূরে 

এইবার এক বিদ্রোহের আগুন জ্বলতেই হবে 

ক্লান্ত শরীর 

শরীর পেরিয়ে একের পর এক নির্ঘুম রাত বিছানা আঁকড়ায় 

একটাই স্খলন ,একটা  বেআব্রু কবিতার দরকার। 

.

খোঁজ খোঁজ খোঁজ 

বিছানা ,বালিশ ,খোলা  তক্তপোষে ওইপাশে কতগুলো বই 

ভাঙা দুপুর ,কাক ডাকছে ,

আমি চেয়ে আছি খুব দূরে 

একটা পরিবর্তন দরকার ,দরকার মানুষের অন্ধকারে জোনাকির আলো 

বড্ড এবড়োখেবড়ো 

ভাই সব এইবার লণ্ঠন জ্বালো ,হাতে লাঠি ,বেরিয়ে পরি চলো। 

.

কোথায় যাচ্ছি 

কাদের বিরুদ্ধে একলা চয়ন 

তিতুমীরের কাঠের স্বপ্ন ,গ্রিসের সেই কাঠের ঘোড়া 

সব সাময়িক ,আগুন লাগিয়ে ছুঁড়ে ফেলে  দেও ,বাঁচতে হবে 

মানুষ হয়ে মানুষের পাশে ,

নতুন জন্ম ,নতুন আকাশ ,নতুন ভাবনা ,নতুন সৃষ্টি 

শিক্ষা ,স্বাস্থ্য আর উন্নয়ন 

অথচ পিছনে আজও ছুরি মারছে মানুষের মতো কেউ 

ওরা করা ?

ছেঁড়া তক্তপোষ ,একলা পাশ বালিশ ,বিশৃঙ্খল সারি দিয়ে দাঁড়িয়ে 

মারাত্নক বিরক্তি হাত পা ছুঁড়েছে 

জবাব চাইছে, নেই 

আর কতক্ষন ?

.

তুমি এলে অবশেষে 

বললে একি অবস্থা কবি ,খাওয়া নেই ,নাওয়া নেই 

সারা সময় জুড়ে শুধু কবিতা 

তুমি কবিতা দিয়ে মানুষে দুঃখ মোছাতে পারবে ?

পারবে ক্লান্ত মানুষগুলো আলোর পথ দেখাতে ,

আমি বললাম 

আর পারছি না  ,আর পারছি না   ...........

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...