Wednesday, November 2, 2022

ইদানিং বড় একা লাগে

 ইদানিং বড় একা লাগে 

,,,, ঋষি 


তোমার সাথে কথা কিছুতেই ফুরোয় না 

তবুও ভীষণ একলা লাগে ,

তোমার কথা বলতে গিয়ে আজকাল শব্দরা প্রতিবাদ করে 

কেন জানি ভীষণ একলা লাগে ,

ভালো আছি ,ভালো থাকবো বলে এই একলা থাকা 

তবুও জানো ইদানিং বড় একা লাগে। 

.

একা লাগাটা একটা অন্ধকার সড়ক ধরে হাঁটা 

একা লাগাটা একটা রোগ যার শেষে কোনো গন্তব্য নেই 

আজকাল মনে হয় আমি অসুস্থ 

আমার কবিতার শব্দরা বহুদিন হলো খেতে কিংবা ঘুমোতে পায় না 

দিন কাটে যেমন কাটে রোজ 

তবুও কেন জানি আমার এই একা থাকার রোগ। 

.

ইদানিং বড় একা লাগে 

একা লাগে এই চারদেয়ালের ঘরের মাঝের জায়গাকে 

একা লাগে রেলিং ভর করে রাস্তার দিয়ে তাকিয়ে থাকা সড়কটাকে 

একা লাগে একটা লোডশেডিং সন্ধ্যায় রবি ঠাকুরের গান 

একা লাগে হঠাৎ ফাঁকা বাসের সিটে একলা তোমাকে মনে করায়। 

ইদানিং  কেন জানি মনে হয় 

এই পৃথিবীর প্রতিটা ঋতুপরিবর্তন অকারণে 

অকারণে সমস্ত উৎসব ,সমস্ত অধিকার ,সমস্ত সম্পর্কের মাঝে আঠা 

সবটাই শুধু প্রশ্রয় আর আশ্রয় 

মাঝখানে সকলেই একা। 

তবু কেন জানি আজকাল তোমার গলার স্বর শুধু শুনতে ইচ্ছে করে 

তবু কেন জানি আজকাল তোমার ঠোঁটের নড়াচড়া শব্দহীন লাগে 

শব্দহীন লাগে এই পৃথিবীর ঘটে চলা প্রতিটা ঘটনার কারণ ও প্রতিবিম্ব 

শুধু মনে হয় ভালো থাকতে পারছি না কিছুতেই 

তবুও জোর করে নিজেকে বোঝাই এই তো বেশ ভালো আছি 

এই তো বেশ নড়াচড়া করছি ,ঘুরছি ,ফিরছি ,লিখছি 

তবুও যেন কেন জানি  ইদানিং বড় এক লাগে। 

.

“Loneliness adds beauty to life. It puts a special burn on sunsets and makes night air smell better.”


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...