যাওয়া আসা
.. ঋষি
বিকেল ধরে দাঁড়িয়ে থাকা ছিল
সন্ধ্যা একা , অন্য হাওয়া নিয়ে,
কথাদের সব দোষের ঘরে বাসা
দোষগুলো সব মুছবো আদর দিয়ে ।
.
এলে তুমি নিজেই চলে আসো
জেনেছি আমি আসল নায়ক নই ,
বন্ধ সময় ,একলা আকাশ পাখি
আমিও তবে একার রাজা হই।
.
কারণ দিয়ে কারণ তোলার নিয়ম
চোখ দিয়ে তো হৃদয় যায় না দেখা
ধোঁয়ার শহর ,অবিশ্বাসের বুক খুলে
ঠোঁটের উপর ঠোঁট যায় না রাখা।
.
ভিলেন আমি নিখুঁত গলির মোড়ে
সামনে রাখা চোরা পথের বাঁচা
দরজা দিয়ে চোর পালালো নাকি
বারান্দা নেই ,পাখির খাঁচা রাখা।
.
সবার শেষে দাঁড়িয়ে আমি আছি
সন্ধ্যা ফুরোয় রাত আসবে বলে
রাতের শেষে দিন যদি না আসে
একলা পথে যেতেই হবে চলে।
No comments:
Post a Comment