Friday, March 10, 2023

ভালো আছো

 ভালো আছো 

... ঋষি 

.

একটা মিথ্যে হাসি হেসে তুমি বোঝাতে চাইছো 

ভালো আছো 

একটা মিথ্যে সময়ের ভিড়ে নিজেকে মিশিয়ে তুমি বোঝাতে চাইছো 

ভালো আছো 

একটা সময়ের কল্পনায় সময়কে বড় অবহেলায় বলছো 

ভালো আছো। 

.

আসলে তুমি পারো ,তোমরা পারো 

অসংখ্য বিষের পেয়ালায় নিজেদের সাজিয়ে খুব সহজে বলতে 

চিয়ার্স ,

সত্যি হলো তোমাদের শাড়ি বলে একখানি আভরণ আছে 

যার আড়ালে তোমরা খাজুরাহো সাজিয়ে 

সময়কে পরিবেশন করো সামাজিকতা  আর চাণক্য

আর নিজের মৃত্যুর পেয়ালায় ঠোঁট রেখে বলো চিয়ার্স । 

.

আমি ফ্রয়েডের দেশের লোক না 

আমার দেশে বনলতা সেন যেমন কবিতায় ,কল্পনায় 

ঠিক তোমাদের গণেশ পাইনের আঁকায় তোমাদের সমাজ

কিংবা রামকিঙ্করের চোখে নারী, 

আমি কোলকাতিয়া কবি   

যার কাছে তুমি এই শহরের ধুলোয়  চলন্তিকা ,

এক গতিময় সভ্যতার আগুনে পুড়তে থাকা নারী 

এক লোমহর্ষক নদীকূলে বাড়তে থাকা জনবসতি 

এক বিমর্ষ অন্ধকার ভেজানো রাতে সামাজিক নিরাপত্তা 

এক কবির  চোখে লেগে থাকা স্বপ্নের আগামী। 

তোমার চোখে জল থাকে অথচ মুখে থাকে না কথা 

কারণ কথাগুলো লেখা হয়ে যায় সময়ের এপিটাফে 

একটা নিয়িমিত রীতিতে 

তুমি কিংবা তোমরা মেয়ে না 

সুতরাং বলতে নেই তোমাদের মন্দ থাকার কথা

তোমাদের বলতে নেই সত্যি  । 

 

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...