Wednesday, March 15, 2023

একঘেয়ে

 একঘেয়ে 

... ঋষি 


বুকের কাছে কষ্টগুলো আঁকড়ে আছি 

হাজারো সুখে  দুঃখগুলো ভালোবাসি 

আমি জানি ,তুমিই জানো কেমন আছি 

একলা নদী সুখের কোলে বানভাসি। 

.

নির্জলা সেই প্রস্তাবেতে আজকে সেলাম 

আমরা সবাই তাসের ঘরে অন্য গোলাম 

একটা সময় কফিন ঘরে বেশ তো ছিলাম  

বসন্ত ঘোর ভাঙছে নাটক তুলকালাম। 

.

একলা লেখা শব্দগুলো বুক পেতেছে 

পায়ের মেঝেয় মার্বেলেরা সুখ মেখেছে 

সাদা পাথর তোমার লেখায় দুঃখ সেজেছে

তোমার কষ্টে আমার সেদিন বুক ভেঙেছে। 

..

আমি আছি ,তুমি আছো, আমরা সবাই

ঘড়ির কাঁটায় সত্যিগুলো দুঃখের দাওয়াই 

সবুজ মাঠে আমরা সবাই সুখকে চড়াই 

চুরির দায়ে একলা জীবন তোমায় বোঝাই। 

.

ভুল করেছি ,সত্যিগুলো চিবিয়ে খেয়ে 

কান ধরেছি ,মিথ্যে এই সময় গেয়ে 

বাঁচছি আমি আবার যখন তোমায় পেয়ে 

দুঃখসুখের গল্পগুলো সব একঘেয়ে।   


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...