Wednesday, March 15, 2023

একঘেয়ে

 একঘেয়ে 

... ঋষি 


বুকের কাছে কষ্টগুলো আঁকড়ে আছি 

হাজারো সুখে  দুঃখগুলো ভালোবাসি 

আমি জানি ,তুমিই জানো কেমন আছি 

একলা নদী সুখের কোলে বানভাসি। 

.

নির্জলা সেই প্রস্তাবেতে আজকে সেলাম 

আমরা সবাই তাসের ঘরে অন্য গোলাম 

একটা সময় কফিন ঘরে বেশ তো ছিলাম  

বসন্ত ঘোর ভাঙছে নাটক তুলকালাম। 

.

একলা লেখা শব্দগুলো বুক পেতেছে 

পায়ের মেঝেয় মার্বেলেরা সুখ মেখেছে 

সাদা পাথর তোমার লেখায় দুঃখ সেজেছে

তোমার কষ্টে আমার সেদিন বুক ভেঙেছে। 

..

আমি আছি ,তুমি আছো, আমরা সবাই

ঘড়ির কাঁটায় সত্যিগুলো দুঃখের দাওয়াই 

সবুজ মাঠে আমরা সবাই সুখকে চড়াই 

চুরির দায়ে একলা জীবন তোমায় বোঝাই। 

.

ভুল করেছি ,সত্যিগুলো চিবিয়ে খেয়ে 

কান ধরেছি ,মিথ্যে এই সময় গেয়ে 

বাঁচছি আমি আবার যখন তোমায় পেয়ে 

দুঃখসুখের গল্পগুলো সব একঘেয়ে।   


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...