শুভেচ্ছা বার্তা
... ঋষি
..
যে রঙ ছড়াতে চেয়েছি এই সভ্যতার আলোয়
তার কিছুটা হলেও পূর্ণতা পাক ,
দরিদ্রের ভাতের গন্ধে লাগুক এক সভ্যতার ঐকান্তিক আদর
শৈশবের ভ্রুণে লাগুক যন্ত্রণাহীন সমাজ
শিমুল ,পলাশ আর রঙিন আদরে ভেসে যাক মাটির রং
মানুষ ছাড়ুক নকল রঙ
ভেসে যাক মানুষের বুকের মাটিতে এক স্বাধীন মানুষ ।
.
শুভেচ্ছা বার্তা মানুষের প্রতি
শুভেচ্ছা বার্তা সময়ের ঘরে সমস্ত সম্পর্কের নামে
শুভেচ্ছা বার্তা প্রেমিকের বুকে বাস করা সেই মুখটাকে
শুভেচ্ছা বার্তা আরেকটু আমার চলন্তিকাকে
আরেকটু সময় ,আরেকটু ভালো থাকা বস্তির কুপির আগুনে নিহত রঙ
আরো রঙিন হোক সকলের জীবন।
.
শুভেচ্ছা বার্তার পরে যতটুকু থেকে যায়
তা হলো সাদর আমন্ত্রণ বসন্তের রঙে রাঙানো রঙের দিনটাকে ,
আসলে যে রঙ ছড়াতে চেয়েছে জীবন
তার কতটুকু চাওয়া
এই সভ্যতার আলোতে আগুনের স্ফুলিঙ্গে বাঁচা
সে তো নয় চাওয়া
চাওয়া জীবনের পরে জীবনের তরে
মূহুর্তের সবুজ রং ,লাল নয়
আদরের রঙটুকু।
.
আরো পূর্ণতা চাই মানুষের জন্য ,সময়ের জন্য ,শাসনের জন্য
আরো পবিত্রতা চাই ভালোবাসার জন্য ,শৈশবের জন্য ,সম্পর্কের জন্য
আরো মানুষ চাই মানুষের অর্থে
আরো সবলতা চাই মেরুদণ্ডের স্বার্থে
শুধু শুভেচ্ছা বার্তা নয়
মানুষের রঙিন মুখোশের আড়ালে আজ দিনটাতে বলতে চাই কবির ভাষায়
"ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খোল্, দ্বার খোল্॥"
'
No comments:
Post a Comment