Friday, March 10, 2023

বাংলা খেয়ে বলছি না

 বাংলা খেয়ে বলছি না   

... ঋষি 


মাঝে মাঝে দাঁত খুলতে ইচ্ছে করে 

মাঝে সৈন্য সামন্তদের নামিয়ে দিয়ে ইচ্ছে করে বাংলার বিবস্ত্রতায় ,

আমরা হাতিয়ার খুঁজছি 

অথচ ভুলছি শান দিতে ,

গেয়ে উঠছি বাংলার মাটি ,বাংলার গান 

অথচ শস্য শ্যামলা মেয়েটাকে পুরুষ ঠকাচ্ছি। 

.

প্রশ্ন করছি না 

বিবস্ত্রতা কাকে বলে ?

প্রশ্ন করছি না বিবস্ত্র মানে কি শুধু দ্রৌপদী 

শুধুই নারী ?

পুরুষ কি বিবস্ত্র নয় ,সময় কি বিবস্ত্র নয় 

অলংকার আর অহংকারের গয়না বদলে আমরা সকলেই বাংলার মাইয়ে হিসু করছি। 

.

প্রচ্ছন্ন একটা ছবি আঁকতে চাই আমরা 

সমাজ ঠকানো ষড়যন্ত্রের ভিড়ে আমরা সকলেই বিবস্ত্র নাগরিক 

অথচ চোখে আমাদের রোদচশমা গাড়ি ,বাড়ি ,নারী

কিন্তু লজ্জা কোথায় ?

রাষ্ট্র বলছে লজ্জা একটা ষড়যন্ত্রের নাম 

একাডেমি বলছে সাহিত্য একটা বোকামির নাম ,

মিডল এজে দাঁড়ানো মানুষগুলো বলছে সেক্স হচ্ছে সভ্যতার অধঃপতনের কারণ, 

রিয়ালিটি বলছে এখানে ধর্ষণ হয় 

এখানে দখল করতে দুনিয়া করলে মুঠঠীমে  বোমাবর্ষণ হয় 

এখানে সাহিত্য বিজ্ঞাপনী ব্যবসা করে 

এখানে রবীন্দ্ৰনাথ ,সত্যজিৎ ,জীবনানন্দ সকলেই অবসাদগ্রস্থ পাগল 

এখানে রামকিংকরবেজ ,শরৎচন্দ্র ,সমরেশ বসু সকলেই চরিত্রহীন নেশা 

এখানে প্রতিটা কবি চরিত্রহীন ,লম্পট 

এখানে ফুটপাথে আধপেটা খাওয়া ছেলেটা আসলে চোর 

এখানে রাস্তায় দাঁড়ানো টুসি কিংবা মারিয়াম চরিত্রহীনা অথচ অবলা । 

.

আসলে আসল সত্যিটা বুঝতো আমার ছোটবেলার নাদের আলী  

নাদের আলী বলতো লুঙ্গির তলায় কি আছে সেটা না বলাটা সমাজ 

লুঙ্গিটা হলো সময়ের রাষ্ট্রনীতি যাকে ইচ্ছেমতো ধুঁয়ে নিলেই পরিষ্কার 

আর বাংলা আর বাঙালি জাতটা -হিপোক্রেট 

কারণ এরা নিজেরাই নিজেকে ঠকায় 

আর সো কল্ড ভিক্ষে করে দুনিয়ার চিড়িয়াখানায়

বাংলাকে বিক্রি করে নাম কামায় অসহায়তার নামে

এখানে সকলে মানুষ বলে 

অথচ প্রতিবছর ভোটে  নিয়ম করে গুলি করে মানুষের সংবিধানকে  ।

আমি বাংলা খেয়ে বলছি না 

আমি বাংলায় বলছি 

এখানে বাংলার বিবস্ত্রতায় হচ্ছে সত্যির কল্পনায় চোখবন্ধ রেখে নাড়ানো 

আর পরিনাম কিছু বেজন্মা সময় আর কিছু বেজন্মা মানুষ।  

 

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...