Wednesday, April 10, 2024

স্নান

একটা দিন চব্বিশঘন্টা কেটে গেলো বিছানায় শুয়ে
হে কবি, তুমি কি মানুষ হওয়ার যোগ্যতা রাখো? 
তুমি,আমি এক বৃত্তাকার পথে একসাথে
অথচ বৃত্তের বাইরে দাঁড়িয়ে সময় থেকে শিরদাঁড়া,
গরম ভাতের বদলে যন্ত্রনা চিবিয়ে খাও 
চেটে খাও এই শহরের মেহনতি মানুষের ঘাম 
তবে তো কবিতা আসবে । 
.
কবি দাঁড়াও গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে
তলপেটে দুচারটে লাথি খেয়ে উঠে দাঁড়াও 
আগুনের শিক নিজের হৃদয়ে গেঁথে
নিজেকে পবিত্র করো,
পবিত্র করো শব্দদের,রক্তে স্নান করাও ঘড়ির কাঁটা
তবে তো কবিতা আসবে... 
,..
ঋষি 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...