Saturday, April 13, 2024

এসো হে বৈশাখ

তোমার ছেড়ে যাওয়ার মতো ছেড়ে গেলো পুরোনো সময় 
ছেঁড়া কবিতার পাতার মতো পুরোনো হলো সময় 
কি পেলাম ? কি নিলাম ?কি পেলাম না 
সব পুরাতন আজ। 
নতুন গন্ধের জামা গায়ে দিয়ে কাছে এলো নতুন দিন
যন্ত্রণার শুকনো পাতা উড়ে গেলো ধুলোয় ধুলোয় 
আবারো ফিরে আসি নতুনের কাছে 
আবার ফিরতে চাই নতুন তোমার কাছে। 
.
বন্ধু হও, শত্রু হও, যেখানে যে আছো সকলকে ক্ষমা করো 
ক্ষমা করো মুহূর্ত পুরোনো সময়ের সাথে 
পুরোনো অপরাধ যত 
শুধু এসো হে বৈশাখ,এসো, এসো। 
এসো নতুন সাজে ,এসো প্রকৃতির সাথে ,এসো মানুষের সাথে 
এসো খিদের সাথে ,এসো তর্পনের সাথে ,এসো কবিতায় ,এসো গানে 
এসো মানুষের কাছে ,এসো সুখের কাছে ,এসো মুহূর্তের সাথে 
এসো হে বৈশাখ ,এসো। 
.
এলো গেলো বহু কিছু জন্ম মৃত্যুর সাথে 
যা গেলো তা আর আসবে না ,যা আসবে তাও যাবে জানি 
সামনে পিছনে সম্পর্ক ,হাসি ,গান
নতুন থেকে পুরোনো ,পুরোনো থেকে নতুন
জানি কিছু থাকবে না। 
যদি থাকে সে তবে স্মৃতি ,সে তবে সৃষ্টি ,সে তবে মানুষ 
যদি থাকে সে তবে প্রেম ,সে তবে অনুভূতি ,সে তবে ভাবনা 
সবাইকে সেলাম জানাই ,জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা
সকলে ভালো থাকুক ,ভালো থাকুক সব্বাই । 
.
এসো হে বৈশাখ
.. ঋষি

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...