Thursday, April 11, 2024

বেজন্মা

কোনকিছু ভেবে ওঠার আগেই 
হঠাৎ শব্দজালে আতঁকে ওঠে তোমার উচ্চারিত বেজন্মা ,
আমার নির্বাচিত ভারতবর্ষে তখন শান্তির সাদা পায়রা  
অথচ ঘড়ির কাঁটায় তখন ১৯৪২,
রংহীন রাস্তায় তখন রক্তের লাল ছোপ 
কে দেশ ছাড়লো ,কে ছাড়লো না সে যেন এক ইতিহাস 
তবুও ইতিহাস বদলায় নিয়মিত যত্ন ছাড়া 
বিপ্লব তখন শ্রেণীবিভাগ। 
.
দেশজ মরচেধরা দেওয়ালে এখন আবেগের রাধামাধব 
পাঁচ টাকার ধূপকাঠি ,পুরোনো পাঁচালি ,
প্রতিশ্রুতি হেঁটে চলে চশমার কাঁচ থেকে কপালে 
সময় আর কিছু বলতে চায় না ,
একটা দেশ যখন নিজেকে অবহেলার ছোবলে নীল হয়ে যায় 
তখন বোধহয় শীতকাল। 
মাটি আর শ্রমিকের পা ,পা আর দূরত্ব 
এবার আস্কারা পাবে মাথার  ভিতর মাইক্রোস্কোপিক ভুলগুলো ,
দেশ আমরা তৈরী করতে পারি নি 
হরেক মাল পাঁচ টাকার স্বপ্নে গুলিয়ে ফেলেছি সব 
আপাতত ভাবনা শুধু তোমার সুস্থতার 
কিন্তু মাথার ভিতর যে জমে আছে বর্তমান স্বাধীনতার কাদা।
.
বেজন্মা 
... ঋষি

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...