Monday, April 8, 2024

নিঃশব্দে কিছু উপলব্ধি

জীবনটা সাজানো উপলব্ধি হওয়ার আগেই আমরা জীবিত 
শীত ,গ্রীষ্ম ,বর্ষায় মশগুল,অনবদ্য নিঃশব্দে কিছু উপলব্ধি 
জানি তো প্রতিটা মরশুমের আলাদা ভ্যাপসা গন্ধ,
নখের ডগায় সম্পর্ক আর ঠোঁটের ডগায় তুমি 
সবটাই কেমন ভারী হয়ে আসে ঋতুবদলে। 
অমৃতের খোঁজে জীবন কুত্তার মতো ঋতুকালীন 
আস্তাকুঁড়ে থেকে দুর্বলতা সবটাই শুকতে থাকে 
নাকে লাগে বাসি খিদের গন্ধ 
মানুষ চিৎকার করে কুকুরে ঢঙে খিস্তি মুখে। 
.
আসলে খিদের জ্বালা বড়ো মারাত্নক 
মায়া শরীর জুড়ে চেপে থাকে সমস্ত পবিত্র ধর্মস্থান ,ঈশ্বরের দোকান 
যে আশারা আঁতুড় থেকে চেপে বসে ,ছড়িয়ে যায় মৃত্যুর খেলায় 
সেখানে শরীর তো মরে না 
শুধু ভাবনারা শহরের দরজায় একলা ঠাঁই দাঁড়িয়ে থাকে ।
চিনে জোঁকের মতো স্বভাব ,হয়তো অভাব 
এই অভাবটুকুই বাঁচিয়ে রাখে আমাকে 
মাঝখানে সম্পর্ক আর যন্ত্রণার করিডোরে 
হৃদয়টা দাঁড়িয়ে আনকোরা স্বপ্ন আঁকে । 
.
নিঃশব্দে কিছু উপলব্ধি 
...ঋষি

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...