জীবনে ফুলস্টপ, দাড়ি,কমা, নষ্টালজিক হওয়া জরুরী
জীবনে সাইকেল স্পোকের মত অসংখ্য নির্মান
১৬ তলা বাড়ি, গাড়ি, বারান্দায় ফুল সব সত্যি
কিন্তু কি জানেন
একটা প্রশ্ন থাকেই
মানুষটা,হ্যা মানুষটা কতটা জরুরী ?
.
এ শহরের পায়ের উপর পা তুলেও ঠাসাঠাসি ব্যস্ততা
জুতোর তলা খসা ইনকাম প্রসেস,
তবুও জানেন কেউ কেউ ছবি আঁকেন, কবিতা লেখেন
গান করেন,নিজের বাড়ি সাজান, গুছিয়ে রান্না
কিন্তু শান্তি? কিন্তু সময়?
সম্পর্কের প্রেসার কুকারে এডজাস্ট বলে শব্দ বাজে
এডজাস্ট মানে দেশের জনতা
শুধু মানছে, কারণ উপায় নেই।
.
আমি কুইনবিল্ডিংএর আটাত্তর তলা থেকে আকাশ দেখি
দেখি রোহিনী, ধ্রুবতারা, কালপুরুষ আরও কত
নিজেকে অন্ধকারে পেঁচা মনে হয়
মনে হয় সম্পুর্নটা একটা অসুখের নাম
একটা না শেষ হওয়া দৌড়।
চারিদিকে দেখি অবাক লাগে
পাশ করলে চাকরী চাই, চাকরী থাকলে উন্নতি
সাইকেল থাকলে বাইক চাই, বাইক থাকলে গাড়ি
কবিতা লিখলে মঞ্চ চাই,মঞ্চ থাকলে নাম
বিড়ি টানলে সিগারেট, সিগারেট হলে মদ
খেতে পেলে শুতে চাই, শুতে পেলে ঘুম
কিন্তু ভালো থাকা ?
.
যেন একটা পাগলামি চলছে শহর জুড়ে, দৌড় আর দৌড়
যেন একটা বিশাল বড় গ্রাইন্ডারের ভিতর শহর
জায়গা বদলাচ্ছি আমরা বারংবার, শান্তি নেই মনে,
আসলে আমাদের সকলের ভীষণ অসুখ
মিথ্যা বলি না আমরা যতক্ষন সত্যি বলা যায়
চুরি করি না আমরা যতক্ষন না সুযোগ পাওয়া যায়
মানুষের পাশে থাকি তো যতক্ষন সুবিধা পাওয়া যায়
মানুষকে দি ততক্ষন যতক্ষন ফেরৎ পাওয়া যায়
শুধু টাকা,শুধু স্বার্থ, শুধু আমি, শুধুই কারণ
এখানে ভালোবাসা নেই, এখানে সম্পর্ক নেই
এখানে শুধু বিবেকহীন আমি, আমরা আর তুমি
সকলেই শুধু জিততে চাই, পেতে চাই
কিছুতেই বুঝি না
মাঝে মাঝে হেরেও জেতা যায়
সবটুকু না পেয়েও ভালো থাকা যায়।
.
কিছু ভুল
... ঋষি
No comments:
Post a Comment