আমি স্পষ্ট টের পাই নিয়ম করে ছুরির উপর সূর্যাস্ত
আমি কবিতা লিখতে থাকি
ঠিক শুনতে পাই শীত যেন টোকা দিচ্ছে দরজায়
দরজা খুলি
শীত করে
বুঝি আমার সন্ধ্যেগুলো এ শহরের কবিতার কল্পনায়।
.
অন্য কবিদের পান্ডুলিপিতে আমি থমকে দাঁড়াই
নিকোটিনে লাগামহীন প্রেম,আশ্রয়, পাতা ঝরার শব্দ
আমাকে দু:খী করে,
কান পেতে শুনি শহরের কথা, অজস্র পায়ের শব্দ
সবাই ইদানীং কম শোনে বড্ড কথা বলে,
ভালোবাসা হাতছানি দেয় আমি মাথা নিচু করি
মৃত্যু এসে কবিতার ভাষা উপহার দেয়
দেখি তোমার চোখের কোণায় এক বিন্দু জল
অথচ প্রতি হাহাকারের পিছনের আকাশে রঙিন রং নীল
সে যেন শূন্য।
.
বেরিয়ে পড়ি রাস্তায় শুনি সময়ের অবসাদ
আমি একলা হাঁটি শুনি নি:সঙ্গতার ফাঁদ
তারপরে একলা মনে টেলিপ্যাথিতে হাল্কা হাওয়ার পিঠে চড়ে তুমি এসে পড়ো
হঠাৎ শীত করে
বুঝি এ পাগলামী।
আর ভালো লাগে না পথচলতে, বাড়ি ফিরে আসি
বিছানায় পাশ ফিরে শুলে ভাবনারা পাশ ফেরে
তখন জানলার দিন ফুরোনো আলোয় আততায়ীকের পা,
নিজের ডানাদুটো বহুদিন বন্ধক রাখা আছে প্রেমে
আর প্রেমের স্কেচে ইদানীং দেখি
আমি মাথা নীচু করে বসে তোমার পাশে।
.
পাগলামী
.. ঋষি
No comments:
Post a Comment