আজ অবধি কোন প্রেমের কবিতা লেখা হয় নি
কারণ প্রেম কখনও সম্পূর্ণ না
কখনও কোন সবুজ গাছের দিকে তাকিয়ে
ভাবা হয় নি জীবনটা খুব সুন্দর,
শুধু অভিযোগ, অনুযোগ,আক্রোশ নিয়ে বাঁচা
এই শহরের প্রতি স্কোয়ারফুটে শুধু দু:খ খোঁজা
কখন তোমার মত করে তোমাকে ভাবা হয় নি।
.
তোমারে আদর বলে ডাকবো ভাবি
কিন্তু গুরুপাকে বারবার উঠে আসে নিমন্ত্রনের তালিকা
ভাবি দু'বেলার ভাতে, ডালে, অম্বলে জীবন কাটাবো
খুব সাধরণ কবিতায় লিখবো অসাধারণ প্রেম
কিন্তু আজ অবধি প্রেম লেখা হয় নি,
কারণ মুক্ত নীল আকাশখানি বহুদিন খাঁচা বন্দী
আর আমাদের বুকে তীর মহম্মদ রফি।
.
বহুবার ইতিহাস বইয়ে বুদ্ধের ছবি দেখেছি
সাধাসাধি করেছি রুমাল থেকে বেড়াল
রাস্তা থেকে জীবন সর্বদা নিজেরটুকু বুঝেছি
কিন্তু কখনও বুঝি নি বুদ্ধের মানে,
গ্রামের পথে কাদা মাটি দেখে হয়তো বাউল সেজেছি
সত্যজিৎ থেকে মৃণালসেন বারংবার দেখেছি
ইন্টালেকচুয়াল মুখোশে শহরটাকে বুঝেছি
কিন্তু বুঝে উঠতে পারি ভালো থাকার মানে।
এসবই ভাবি কেবল
ভাবি তোমাকে কখনও তোমার মত করে বোঝা হয় নি
ভাবি জীবন মানে এক অসমাপ্ত কবিতা
ভাবি কবিতার প্রেম বোধহয় স্বপ্নের তুলি
কিন্তু জীবন সে তো দেহহীন ভস্মের ছাইরং
শুধু নাভিটুকু পড়ে থাকে
জন্মের অপেক্ষায়…
.
প্রেমের কবিতা
.. ঋষি
No comments:
Post a Comment