Wednesday, November 27, 2024

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই
স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি 
শুধু তোমাকে চাই,
আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে
একান্ত তোমার কবিতার পাতায় জ্বালাপোড়া অভিমানে 
শুধু তোমাকে চাই। 
.
বিশেষ কিছুই নয়
এমন কর্মব্যস্ত শহরে আচমকা দেখা হওয়ার মরশুমে
তুমি, শুধু তোমাকে চাই
বাইরে  একটা গোটা পৃথিবী প্রচণ্ড কোলাহল
আর ভুলে ভরা সম্পর্কের  কোষাগারে, মুক্তি
শুধু তোমাকে চাই।
.
কোনও বর্তমান কিংবা ভবিষ্যত নেই 
একখানা সাধারণ দুপুর এই শহরে চুরি করে 
চুরি করে রবীন্দ্রনাথ, শক্তি,সুনীল মানুষের মনে
আসলে কি লেখে তারা কবিতায়
শুধু তোমাকে চাই। 
কে কে ছেড়ে গেছে, কেন আর বুকের পুকুরে বিষ  
পা পিছলানো পুকুরঘাটে স্মৃতিদের আদর 
বলতে বলতে অন্যমনস্কতায় এক বুক  শৈত্যপ্রবাহ
হারতে  হবে জেনেও তীব্র আলিঙ্গন
কারণ তোমাকে চাই
তারপর বিচ্ছেদ ধরে বছর ঘুরে যায় বারংবার
ফের শীত, ফের শীতলাগা বুক কেঁপে ওঠে
তুমি খোঁজ আগুন আমাকে পোড়াবে বলে
আমি খুঁজি তোমায় আগুন নেভাবো বলে 
তাই শুধু তোমাকে চাই। 
.
তোমাকে চাই
ঋষি 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...