জানতাম না এক প্রতিবাদী আন্দোলন
রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা
মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে
এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।
বিপ্লব এখন ঘুমিয়ে ঘুমিয়ে রোজ হাসাহাসি করে
সেখানে দৈনন্দিন বাড়তে থাকা ধর্ষন একটা ঘটনা
লাভলোকসান আর বিজ্ঞাপন নিয়ে যে প্রতিবাদ
সে স্পষ্টত অন্ধকার এবং অপরাধ
আমি তাকে ঘৃণা করি।
.
জানতাম না সাতসকালে বিক্রি হওয়া খবরগুলো
রাতভর লাইভ খবরে ব্যস্ত সেই সব মানুষগুলো
প্রতিবাদ থেকে প্রহসন, গ্রীনরুমে নায়িকা ডার্লিং
সব ছেড়ে যারা হুংকার দিয়েছিল আমরা মানুষ
তারা সব মিথ্যা,
সত্যি রেইন কোটের ভিতর লুকিয়ে থাকা ঈশ্বর
যারা উৎসব চেয়েছিল, যারা উৎসবে সেজেছিল
তারাই আমরা
আমি সেই আমাদেরকে ঘৃণা করি।
..
জানতাম না এশহরে অনুভুতিরা শুধু মরে
আর ভুতের মতো কিছু অবয়ব চলাফেরা করে
যারা সত্যি বলে না কিংবা বলতে চায় না
যারা শিক্ষিত বলে নিজেরা ঢাকঢোল পেটায়
মঞ্চে মঞ্চে জোকার সেজে হুংকার দেয়
তারা সকলে অন্ধ এবং ভন্ড,
শিক্ষিত সমাজ, আগামী প্রজন্মের ভিত্তি মিথ্যা
মিথ্যা এই সভ্যতা
আমি এই সভ্যতাকে ঘৃণা করি।
.
উচ্চারণ করি মানুষের সভ্যতা মুখাগ্নির মন্ত্র
ওম মহাদেবায় বিদমহে,
রুদ্রমূর্ত্যে ধীমহি,
তন্নঃ শিবঃ প্রচোদয়াৎ ॥
.
জানতাম না
.. ঋষি
No comments:
Post a Comment