এই শহর ঘুমায় না, কেবল চোখ পাল্টায়,চোখ টাটায়
এই শহরে প্রতিটা ইট ,কাঠ পাথরের একটা গল্প আছে
গল্পগুলো দেয়ালের ভিতরে আলোআঁধারিতে ফিসফিস করে
মনে হয়, সময় নিজের ছায়াকে গিলতে থাকে ধীরে ধীরে।
অদ্ভুত এক রহস্য
এ শহরের প্রতিটা মানুষ হাঁটে তার প্রতিচ্ছবির সঙ্গে
হাত মেলায় নিজেরই ক্লোনে,হাসে যেন প্রোগ্রাম করা ইমেজের মতো,
সকলেই এখানে অনুভূতির ব্যবসায়ী
সকলেই রক্ত বিক্রি করে সময়ের জোগাড়ে থাকে বাঁচার ।
.
আমি সাধু নই, আমিও সেই সুবিধাবাদী মাঝপথের যাত্রী
যে জপে না, যে লড়তে ভুলেছে কিন্তু বিশ্বাস করে নীরবতায়
যে জানে, ন্যায়ের পাল্লা ভরলেও
অন্য পাশে ঝুলে থাকে একটা অনুচ্চারিত পাপ।
কিন্তু অদ্ভুত কেউ জানে আদোও আসলে পাপ কি ?
সত্যি পবিত্রতা কি ?
এই যে তোমার ঠোঁটের উষ্ণতায় লেখা এক নক্ষত্রের আদিমতা
এই যে তোমার ভাবনায় একটা অসমাপ্ত কবিতা,
বিশ্বাস করো কথা না বললেও এখানেও শব্দ জন্ম নেয়।
.
সত্যি হলো এ শহরে মৃত্যুও আসে ই-মেইল করে
বিষন্নতা চিরকাল লগইন নেয় অন্য অ্যাকাউন্টে
তবে সত্যি কি দুঃখ বলে কিছু আছে এ শহরে ?
না কি সুখ হলো এক ফ্রাঙ্কেনস্টাইন ?
কি তবে সত্যি বেঁচে থাকা ?
ভালোবাসা তবে কি সত্যি ?
এই শহর এসবের হিসেবে বোঝে না ,শুধু বোঝে
ভাঙা স্যিগনালের ওপারে এবার গল্প লিখতে হবে।
.
ফ্রাঙ্কেনস্টাইন
... ঋষি
No comments:
Post a Comment