Wednesday, November 19, 2025

ঘুনপোকা

(১)
আমি নিঃশব্দ হয়ে উঠতে চাইছি বারংবার 
কিন্তু কাঁচ ভাঙার তীক্ষ্ণ শব্দ কিছুতেই  রুখতে পারছিনা
যন্ত্রনা আসলে ভীষণ একা সাদা কাপড়ে ঢাকা। 
(২)
সময় সময় মুখটা ওয়াশ বেসিনের মতো বারংবার 
ভাঙা কাঁচের আয়নায় নিজের ফ্যাকাশে মুখ 
মুখ ধুয়েও আত্মার প্রতি সন্দেহ বাড়ছে ক্রমশ। 
(৩)
জানা ছিল না সময়ের  অনুমোদন ছাড়া প্রেম হয় না
কাছে থাকা হয় না 
পান পাত্র নেশা হয় না ,শেষ রুটি হয় না।
(৪)
ক্রুশ বিদ্ধ হয়ে যায় বারংবার তোমার নগ্নতা
 তুমি জাহাজ হারিয়েছ, মাস্তলে ঝুলে আছে কয়েকটা মরা মাছ
আত্মাগুলো কাঁচ ভাঙার শব্দে আশ্রয় হারাচ্ছে অবিরল।
(৫)
দেখো পানপাত্রে মৃতরা হাততালি দিচ্ছে
তোমার প্রগাড় একাকীত্ব দেখছে, ছুড়ে দিচ্ছে দু একটু রুটি
নীচু স্বরে তারা কথা বলছে ভাবছে  প্রতিবাদ হলো ঘুন পোকার ডাক। 
.
ঘুনপোকা 
... ঋষি

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...