রাত মুছে গেলে জোয়ারের জলে হাপুস কার্নিভাল
ঝাউবনের কাছে লেন্স... চিবুক...কথোপকথন...সেলুলয়েড
মুহূর্তটা কিছুক্ষনের
আলোর হিসাবে ঐকিকরাশি প্রগতির প্রতি ,
পিছলে পড়ে ঘুম পাতা- ঘুম পাতা খেলা ... জানি ঘুম আসে না
সবুজ ক্লোরোফিলে মুখ
– অবয়ব যেন রূপকথা।
.
হালকা হয়ে আসছে চুমুর গন্ধ ,লবঙ্গের স্বাদ
ক্রমশ বিস্বাদ
ধোঁয়া উঠছে বাতিকগ্রস্ত,ব্যস্ততা মোড়া শরীর থেকে
তোমার শহর থেকে চিমনির কালো ধোঁয়া
অথচ গঙ্গা জল শুদ্ধ
অথচ এ সময়ে শুদ্ধতা নিজেই একটা পরিহাস।
.
আয়নার পিঠ থেকে পারা –পারা পিছলে পড়ছে সময়ের ছায়া
স্যালাড আর সময় নিজেরাই শুধু সুস্বাদু
অবশেষে ঈশ্বর শব্দটাও বিক্রি হয়ে যায়
বিক্রি করে এই খিদের শহর
আমি তুমি হেড না মেপে টেল খুঁজি
কিংবা টেল না খুঁজে বাঁচার গান।
মুসাফির দুপুরগুলো ইদানিং তোমার ভিড়ের কাছে হারায়
আর রাত্রিগুলো তোমাকে বলে
জাগতে রহও ......
.
সেলুলয়েড
... ঋষি
No comments:
Post a Comment