Saturday, November 22, 2025

শরীরের শব্দ

নেশার সাথে ঘুমগুলো জুড়ে জুড়ে তৈরী হয়ে যায় 
এক অক্লান্ত নিবেদন 
আবেদনের রিদমে উঠে আসে রংমিলান্তে ,
বিছনার উপর পরে থাকে আমার উলঙ্গ নীরব ঘুমোতে চাওয়া 
১০ নম্বরের তোমারের কাছে পৌঁছনোটা ভীষণ জরুরী মনে হলেও 
নিয়ম ভাঙতে পারি না। 
.
অনেকগুলো ...অনেকগুলো...আলো ছায়ার উপর সত্যিগুলো 
বিরক্তিতে একঘেয়ে চলতে থাকা ইরোটিক মুভির শব্দ বাড়ায় 
এক টানা আওয়াজ 
এক টানা ঘর্ষণ ,এক টানা নিস্তব্ধতা চ্যানেল বদলাই । 
আউলে বাউলে ফিল্ম পেরোলেই বিরতি
দীর্ঘ
বি র তি
মোরামের রাস্তার টানেল পথে এগিযে চলো আমি গুহা মানুষ 
আদিস্বর আদিরস, বাথরুমের ফ্লাশটা টানি। 
.
সময়ে ভিজছে দায়বদ্ধতা...পুরোনো সারমর্ম
...আমাকে নাভির ভিতর টেনে রাখতে চাই আমার জন্মস্থল 
সম্পর্কের সব ফিকে রং...
জলবসন্ত= জল+ বসন্ত। 
কাঁথাস্টিচে হৃদয়ে লাগানো প্রাণের ঠাকুর রবি 
ধূ...ধূ... উড়ানের গ্রাফ
রাফ এন্ড টাফ ,
সত্যি কি সব সাবওয়ে জুড়ে কি কমে আসছে আঁচ
একটা অশ্লীল চুমুর গায়ে হলোগ্রাম
হলদেটে
কেন নয় ? ভালোবাসলে শরীর আসবেই 
 নিউরনে প্রশ্ন নিয়ে এগিয়ে আসছে ওয়াচগ্লাসে বিপন্নতা 
মাথা ভার ,ঘুম আসছে 
আট পেগের শরীরটা টেনে নিয়ে ফেলতে চাই তোমার বুকে 
ঘুম আসছে কিন্তু তুমি নও। 
.
শরীরের শব্দ 
... ঋষি

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...