Sunday, November 9, 2025

জাগো তোমরা

কেন লিখছি  আদিম যাপিত জীবনের দিনলিপি
লিখতে হয় ? 
না কি আমি সত্যি লিখতে  পারিনা তাই ।
আসলে ইদানিং সত্যি না লিখে লিখে নিজেকে মনে হয় চরম অপরাধী
এই শহরের এই গ্রামের প্রান্তিক মানুষের ঘেমে ওঠা শরীরের যন্ত্রণা
অপুষ্টি শিশুর রাতে বাড়ি না ফেরা রাস্তায় দাঁড়ানো মায়েদের  কথা
ওদের কথা যাদের শরীরে কিলবিল করছে  লক্ষ ক্রিমি।
.
ওদের প্রকাশ করা হয় নি বহুদিন 
এও এক অবশ্যম্ভাবী প্রসব বেদনা 
আঁধার পেরিয়ে সকালের কবিতায় মানুষগুলো  একলা দাঁড়িয়ে ,
মোরগ যেমন ডেকে ওঠে সুন্দর সকালের কথা বলে 
শিশু যেমন চিৎকার করে  জানানা দেয়  এ পৃথিবী আমার
ফুল ফল পাতা নীরবে  বলে আমায় চেনো কি ?
ঠিক তেমন আমার এই কবিতা আজ চিৎকারে 
একবিংশ শতাব্দীর একলা সেই মানুষগুলোর যুদ্ধ লিখতে চায়।
কেন যে লিখতে চাই গলার কাছে আটকানো কথাগুলো 
কেন যে অন্যায় কিছু  পরজীবী অন্যের খেয়ে নিজের ঢাক বাজায় 
কেন যে তারা প্রতিশ্রুতি দেয় তারপর বেমালুম ভুলে যায়,
প্রতিদিন প্রতি মুহূর্তে মিথ্যাচার করে
ভিক্ষার ঝুলি হাতে তারা বেসাতি করে ফেরে
শুধু নিজের ঘরে সিঁদ কেটে স্বার্থের প্রাসাদ গড়ে।
ওদের চিহ্নিতকরণ করতেই
আজ আমার  এই কবিতা 
যা চাপা পড়ে ছিল  হলদে হয়ে যাওয়া ঘাসের নিচে 
যা লুকোনো ছিল ভয়ের প্রাসাদে মিথ্যের অহংকারে 
আজ চিৎকার করছে 
জীবন হারানো সেই সব সবুজ ঘাসেদের জন্য 
সেই সব ধর্ষিত হারানো কবিতার জন্য 
শুধু বাঁচার স্বপ্নের জন্য 
ঝকঝকে রৌদ্রে ডানা মেলে মুক্তির আনন্দের জন্য
একবার 
একবার 
জাগো তোমরা ,সত্যি বলো প্লিস ............
.
জাগো তোমরা 
... ঋষি

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...