মুখের পাশে মেলে ধরছি চুইংগামটুকু
মেঘ বলে ভাবি
কিংবা ভাবি বিশাল এক আকাশ ,
রুমালে হাত মোছার অভ্যাস চলে গেছে বহুকাল
তাই লং ড্রাইভে যাওয়া
অভ্যেসের গান পল পল দিলকেএএএ পাসসস
বড্ড সাবলীল হয়ে উঠছে উইক এন্ড।
বিশাল আকাশ থেকে ফুটকি হয়ে যাচ্ছে কিছু দৃশ্য
কি যেন দর্শন ছিল
দৃষ্টি বা দর্শনের বাইরেও তো আমাদের থাকা,
ঘুমোতে গেলেই যেখানে তুই তুই ভাব
না ডিপ্রেশন।
যারা চুইংগাম চিবিয়ে জীবন কাটাতে পারে
তারাই মানুষ
আর ঈশ্বর বোধহয় শাওয়ারের তলায় দাঁড়িয়ে বোধ খোঁজে
আর সেই বোধ পরীক্ষনে আমাদের ঝগড়া ।
.
ঝগড়া
... ঋষি
No comments:
Post a Comment