Sunday, November 9, 2025

হারানো কবিতা

তুমি কি হারিয়েছ পথ ?
যে প্রবল ভাইরাল এক অফবিট স্বপ্নের খোঁজ ছিল 
তাও  কি হারিয়েছো আজ ? 
আজও কি তুমি ধ্বংস করছো নিজেকে ?
আজো কি খুঁজছো তুমি কারুর পাতায়
অনবরত কবিতা ,অনবরত মুক্তি ,অনবরত জীবন। 
.
হেরে যাওয়া আর নিজে থেকে হারার মাঝে এক অজুহাত 
জানো তো “অনর্গল লিখে গেলে কবিতাও স্প্যাম হতে পারে”
জানো তো জীবনের ভূমিকায় বেঁচে থাকাগুলো মিথ্যে হতে পারে 
তবে কি পথিক তুমি পথ হারিয়েছো ?
হারিয়েছো নিজেকে ক্রমশ  আবেগের ভরে ন্যুব্জ, শ্লথ
হারানো কবিতার মতো। 
.
ম্যানকিপিং কাকে বলে জানো ?তবে?
তবে শুধুই কি প্রমোদ? আলিঙ্গন আল্লাদ আশ্লেষ?
আর নিয়ন্ত্রণ ? 
সুখী গৃহকোণ অবশিষ্ট অঙ্গীকার সাজানো বিজ্ঞাপন 
এখানে তবে সত্যি কই ?
শুধুই বিজ্ঞাপন সর্বস্ব অনলাইনের পাতায় জীবন 
তোমার আমি কিংবা আমার তুমি। 
তবে তাই হোক, তথাস্তু 
আমার ক্ষতবিক্ষত মনের পট হোলে জমে থাকা তরল
গরল না অমৃত, না হয় নাই জানলে তুমি।
নাই জানলে আমার নির্ঘুম রাত্রির কারণ
নাই জানলে কোনো এক প্রসন্ন সকালে
কেন আমি মিলিয়ে যেতে চাই 
অসফল ,বিচ্ছিন্ন ,অসামাজিক ,বর্বর ,উপেক্ষিত কবিতার মতো। 
.
হারানো কবিতা 
... ঋষি

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...