Tuesday, November 14, 2017

বাঁচা এখনো বাকি

বাঁচা এখনো  বাকি
.... ঋষি   
=================================================
জীবনের ফেলে আসা দিনগুলো
সময়ের নফরতে কিছুটা হয়তো কারণসংগত।
অসঙ্গত সময়ের ভিটে মাটি
ভেজা বাস্প।
চলন্তিকা কখনো ভাবি  নি জীবন শুধু  কাটিয়ে দেওয়ার অন্য নাম  নয়
নফরতের ফাঁকে কোথাও জীবন এখনো  বাকি বেঁচে  থাকায়।

চলন্তিকা শুধু কি জীবনের   কাব্য লিখে চলেছি  আমি
আমার সময়ের  পাতায়  পাতায়  জমে  থাকা অজস্র নফরতের আলিঙ্গন।
দুঃখ  শুধু মানুষের   নিজস্বতায়  নয় ,ভাবনায়
তাই তো  ভাবনা  বদলে  বাঁচা।
তোমাকে পাওয়া কোনো  জীবনের ভিটে মাটিতে কুড়িয়ে  পাওয়া ঝিনুক
শৈশবের কবিতায়।
সুন্দর  সাজানো  সময়ের বিঘ্নতায় খুব আদরে লোকানো
সেই সব ব্যাকুলতা, বাঁচা ,তুমি। 
সময় বদলাবে ,বদলাবে  মানুষের ভাবনায় নিজস্ব দুঃখগুলো
কারণ  কোনো দুঃখ চিরস্থায়ী নয়। 
পৃথিবীতে  বায়ুশূন্য কোনো স্থান  পাওয়া মুশকিল
তাই মুশকিল আসান বাঁচতে  হলে  ভাবনা বদলাতে হবে।
অক্সিজেন
সময়ের কালোগুলো ভুলে বাঁচতে চাওয়া। 

জীবনের ফেলে আসা দিনগুলো
বদলাতে থাকা মানুষের স্বভাবের আয়নায়  ভুলতে চাওয়া  সময়।
অসঙ্গত   এখানে  থেমে থাকা
তাই শক্ত  মাটি। 
মাটি  খোঁড়ো বেরিয়ে  পড়বে কঙ্কাল  আরো  অনেক  কিছু 
কিন্তু বাঁচা এখনো  বাকি ,তাই বেঁচে।


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...