Friday, November 17, 2017

তবুও বৃষ্টি আসে

তবুও বৃষ্টি আসে
..... ঋষি
=========================================================
বৃষ্টি কোনো একলা দিনে কবিতার মতো প্রিয়
শুধু এইটুকু।
ঝরতে  থাকা জলের ফোঁটায় যদি কোনো উপাখ্যান  নিয়ম হয়ে যায়
 সময়ের যোগফলে যদি কোনো নিয়ম গল্প হয়ে যায়।
মীরজাফর যদি ইতিহাস হয়ে আসে
ঠিক তখন বৃষ্টি আসে।

এই সব নিয়ম কানুন হিসেবের যোগফল সবটাই বাহ্যিক
সতীদাহ থেকে কুমারী যোনিতে সমাজের নিয়ম সবটাই প্রাচীন।
তবুও বৃষ্টি আসে
একজন ষোলোবছরের মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গুনে চলে বৃষ্টি ফোঁটা
তার কপাল বেয়ে ঝরতে সমাজের থাকে লাল রক্ত শাওয়ারের জলে।
ফুটেজে চলে আসে বিনোদন দুনিয়া
বৃষ্টির ছাটে হাত বাড়িয়ে কোনো শৈশব খুঁজে পেতে চায় খোলা আকাশ।
বৃষ্টি আসে বারংবার
অসময়ের বৃষ্টিতে সময়ের সর্দি ,কাশি ,জ্বর
সবটাই প্রাচীন ,সবটাই সকলের জানা।
শুধু জানা নেই সময়ের বৃষ্টিতে ভিজে চলা বর্তমান
আগামী কোনো দিনে বৃষ্টির স্বপ্ন দেখে।

বৃষ্টি কোনো একলা দিনে কবিতার মতো প্রিয়
এইটুকু জানা।
বৃষ্টির জলে ভেসে যাওয়া পথ ঘাট ,নথিপত্র
সবটাই সাক্ষী রেখে যায় বৃষ্টির চলে যাওয়ার।
গাছের সবুজ ঠোঁটে তখন বাঁচার ইতিহাস
বৃষ্টি জীবনের ইতিহাস জানে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...