Tuesday, November 14, 2017

সাথে বাঁচা

সাথে বাঁচা
...ঋষি
=================================================
তোমার না শেষ হওয়া গল্পগুলো তোমাকে ডাকছে
তোমাকে ডাকছে তোমার শৈশবের হারানো নাম।
তোমার নিজস্বতায় লুকিয়ে থাকা মুক্তি
তোমাকে ডাকছে।
তোমাকে ডাকছে তোমার মেনে নেওয়া জীবনের টুকরোটাকরা ইচ্ছা
আর তোমার বাঁচা।

বাঁচা শব্দটা সেই ম্যানড্রেকের ঝুলি
যার হাজারো কৃপণতার ফাঁকে একটা ম্যাজিক পায়রা লোকানো।
তুমি চোখ বুজলে রাজকুমারী
তোমার হাতে বদলানো ভবিষ্যতের চাবি।
দরজা খোলো
কেমন একটা ভাঙা পুরোনো বাড়ির শব্দগুলো তোমার পিছনে
তাড়া করছে ।
তুমি দৌড়োচ্ছ ,তুমি হাপাচ্ছো ,তুমি ভাবছো
একে তুমি জীবন বলো ?
ম্যানড্রেক সাহেব মনে মনে খুব হাসছেন
তার পায়রাটা এখনো ঝুলির ভিতর।

তোমার বেঁচে ওঠা স্বপ্নগুলো তোমাকে ডাকছে
তোমাকে ডাকছে তোমার হারানো সময়ের স্মৃতি।
তোমার নিজস্বতায় লুকিয়ে থাকা শক্তিরা
তোমায় ডাকছে।
তোমাকে ডাকছে তোমার ব্যস্ততার জীবনে আমার  পরিসর
ইচ্ছা সাথে বাঁচা। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...