Sunday, November 26, 2017

ছায়ামানুষ (২)

ছায়ামানুষ (২)
..... ঋষি
================================================
সব ঠিক আছে বলে
নিজেকে হত্যা করছে সে বারংবার।
ছায়ামানুষ
বিবৃতিতে আছে স্বপ্নের দেওয়ালে আজ নেশার শেওলা।
শুধু অধিকার খুঁজছে
পচে মরা সামাজিকতা ভাবনার লোভ।


লাশটাকে সরিয়ে রাখতে হবে
ফোনের গ্লিসারিন খুলে ফেঁটে যাওয়া ত্বক।
রক্ত বেরোচ্ছে
তবু দাঁতের চৌপাটিতে গোলকুন্ডা ফোর্টের পুরোনো দরজা।
কামান দাগছে
আকাশের পায়রার আজও বর্তমান।
নবাবী স্টাইলে সে নিজেকে ক্ষুদার্থ রেখে
খিদে মেটাচ্ছে ,
তাইতো গালাগাল দিয়েছিলাম ঠোঁট কামড়ে
তোর বুকে খাবলে পরে।
খিদে
নিরিবিলি অভিধানে মানুষ আজও প্রিহিস্টোরিক্যাল।

সব ঠিক আছে বলে
সময়ের চারপাশে চাপা দেওয়া ছাই।
শুকনো রক্ত '
প্রতিবাদ প্রতিদিন শহর খুঁজছে যাতনার।
আর কটা দিন '
তারপর বোধ হয় মুক্তি।


No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...