Sunday, November 26, 2017

প্রয়োজন

প্রয়োজন
..... ঋষি
================================================
দেখা হয়ে যাবে একদিন ঠিক
আমার মুখের কুলুপে লেগে যাবে পুরোনো প্রশ্ন।
জানলা ,দরজা বন্ধ চারদেওয়াল
অথচ আকাশ দেখা ,,,,,,,, সম্ভব বলেই আমরা জানি।
তুমি হাসবে তোমার তুবড়ি হাসি
তারপর মিশে যাবে।

অনেক কথা সেদিন
শতাব্দীর শেষ ব্রীজটা ভেঙে গেছে হৃদয় পারাপার বন্ধ।
এক নিঃশ্বাসে তুমি প্রশ্ন করবে শহরের কথা
উত্তরে আমি কলকাতায়।
শহর বদলাচ্ছে নিজের ধোঁয়াশায় আজকাল চোখ জ্বালা
সিগারেটের উত্তাপ ঠোঁট পোড়াচ্ছে ,,,
আমি দায়ী বাড়তে থাকা বায়ুদূষণ।
পত্রিকা ভর্তি আবোলতাবোল লেখা
সাহিত্য পণ্যের ঝুলিতে সকলেই দূষিত এখন।
শুধু হৃদ্স্পন্দনে কিছু শব্দ চিরন্তন
তুমি অবাক হয়ে দেখবে ,,বলবে তোর ঢুলু ঢুলু চোখটায়
নেশা হয় আমার।
.
দেখা হয়ে যাবে একদিন
অনেক কথা আটকে যাবে আমাদের চোখের তলায় কালিতে।
কোনো শব্দ হবে না সেদিন
শুধু হয়তো মৃত ফেলে আসা সময়ে দুজনেই বোবা।
শহর বদলাচ্ছে সময়ের প্রয়োজনে
এই আমাদের প্রয়োজনে মিছে থাকা। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...