Tuesday, November 14, 2017

অধীনতা

অধীনতা
.................ঋষি
=============================================
যে সাহসের অধীনতা তুমি করছো
তাকে তুমি প্রেম বলো।
প্রতিটা ভেঙে পরার পরে তুমি যাকে আঁকড়ে ধরো
তাকে তুমি জীবন বলো।
কিন্তু যখন একটা অস্তিত্ব অধীন হয়ে যায়
তুমি জানো না তাকে হৃদয়  বলে।

আসলে জীবনের চলার পথে চুক্তিগুলো সব বিরক্তিকর
পায়ের শিকলে লেগে  থাকা ক্লান্তি অনন্ত।
মানুষ বাঁচতে চায়
তাই হাত বাড়িয়ে আকাশ ধরতে চায় ,খুঁজে পেতে চায় নিজেকে।
আকাশ কখনো মাটিতে নেমে আসে না
পাঠিয়ে দেয় মেঘলা রঙের স্বপ্ন ,বিশ্বাসে ভীত।
মানুষ প্রেমে পরে
মানুষ একা থাকে আরো বেশি ,খুঁজতে থাকে নিজেকে।
সেই নীল আকাশের চাদর
নীলচে রঙের স্বপ্ন আর বাঁচার অধিকার।

যে সাহসের অধীনতা তুমি করছো
তাকে আমি বেঁচে থাকা বলি।
প্রতিটা হেরে যাওয়ার পর খুঁজতে থাকা তোমার খোলা বুকটাকে
আমি আশ্রয়ের উষ্ণতা বলি।
কিন্তু যখন তুমি অন্য হয়ে যাও
আমি হাতড়াতে থাকি হৃদয় ,,,,বাঁচতে চাওয়ায়।  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...