Monday, November 27, 2017

নিরুত্তর সময়

নিরুত্তর সময়
..................... ঋষি
=======================================================
সময় নিরুত্তর করে দেয়
বুঝিয়ে দিয়ে যায় রিয়ালস্টিক লাইফে শুধু পাথর।
সত্যি কি তোয়ালের প্রেম বলে কিছু আছে
আলতো বাতাস ,তোমার গায়ের গন্ধ ,গভীরতা।
সত্যি যদি জানতে চাও বলি
পুরুষ মানুষ অধিকারহীন প্রেম পছন্দ করে।

বাড়ির বারান্দা থেকে বাড়ানো হাত
ট্রাম লাইন,এলেমেলো  বাতাস,হাফ ছুটি এসব একটা একটা মিথ।
 বারান্দা থেকে বাড়ানো হাত
 ডিসপ্লে থেকে ফুড়ে ওঠে দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিকোয়েন্স।
বেশ রোমান্টিক
যেভাবে দামী ক্যামেরার লেন্সে চোখ রেখে সকলে  ভাবি পৃথিবীর কি  সুন্দর।
মাটি থেকে অনেকটা উঁচুতে পা ঝুলিয়ে বসে বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে
জীবন তখন আস্ত একটা সিনেমা ।
কিন্তু ভুলে যাই সমস্ত রক্তক্ষরণের সম্ভাবনা
শুধু খালি পায়ে সবুজ শিশিরের উপর হাঁটা
তারপর ঝুপ করে অন্ধকার  ।

সময় নিরুত্তর করে দেয়.
পুরোনো গ্রিটিংস কার্ডের ভেতরের  সময়ের লেখাগুলো ফটোফ্রেম সব।
সত্যি কি গভীর প্রেম বলে কিছু হয়
শুধু শরীরের গভীরে মাদুর বোনা যায়।
আর তারপর জুলজুল করে তাকিয়ে থাকা
আসলে মেয়েরা গভীর অধিকারে সমুদ্রে ডুবতে চায়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...