Sunday, November 26, 2017

.কোজাগরী


.কোজাগরী
........................ ঋষি
==============================================

শব্দরা আগুনে সেঁকবে
আসন্ন শীতে সত্যি কি শহরের তাপমাত্রা সময়ের নিচে।
কোনো অবিবাহিত যুবতী গর্ভবতী হবে
নার্সিংহোমে খসে যাবে স্বপ্নের সংসার।
কোনো কালো যুবতী বিবাহিত হয়ে শ্বশুরবাড়ি যাবে
তার শরীরে বোঝা যাবে না পোড়া সিগারেটের দাগ ,আরো ক্ষত। 

পথ অবরোধ হবে
উলঙ্গ নারীশক্তি মোমবাতি মিছিলে মিডিয়ায় চিৎকার করবে।
চিৎকার করবে ন্যাপকিনের বিজ্ঞাপনে টিভিতে যোনি
আর ক্যাবে ড্যান্সে সেই মেয়ে রোজগেরে হবে।
বাড়িতে সেই মেয়ের বেরোজগারে স্বামী ,শিশু কন্যা
হয়তো সেই মেয়ে বাজে মেয়ে হবে।
বিজ্ঞাপনের মেয়ে বলবে , 'পুরুষ-শাসিত এই সমাজকে ধিক'
সাদা চকোলেটে ভেসে যাবে বেশ্যার মুখ।
নির্বাসিত কোনো কবিকে বেশ্যা বলা হবে
সমাজ হাসবে ,সমাজ পুঁতবে ,সমাজ ব্যবহার করবে
তারপর ছুঁড়ে ফেলবে কন্ডোমের ব্যবহারের মতো ।
প্রভূত ডেটল-জলে ধোয়া হবে  এক নার্সের অবিবাহিত হাত
আর অন্য অবিবাহিত যুবতী মৃত স্বপ্ন জন্ম দেবে।

কোনো কোজাগরী রাতে শরীর আবারও মাতবে শরীরে
পবিত্র বিবাহ ভিতে যুবতী রমণী হবে।
রমণী শব্দের নিরিবিলি শীতে আকাশ তখন স্তব্ধ লাল
শব্দরা আগুন সেঁকবে বারংবার।
আর তারপর শুধু প্রতিবাদ কবিতায় গুমরে যাবে
তবুও কোজাগরী চাঁদ আরো রোমান্টিক হবে।  

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...