Monday, November 27, 2017

তুমহারি সালু

 তুমহারি  সালু
,,,, ঋষি
==================================================
এই বিকেলের শুকনো রৌদ্র ঠোঁট পুড়িয়ে যায়
পুড়িযে যায় দৃষ্টিতে রাখা দৃষ্টান্ত।
মনে আছি তাই আলাদা করে মনে করার দরকার হয় না
এফ এম এইটে জকি চিৎকার করে গুড ইভেনিং সিটি।
এর পরের গানটা শুধু  আপনার জন্য
বন  যা টু মেরি রানী ,,তুঝে। ..........

তারপর শুরু হয় শ্রুতি আর প্রতিশ্রুতি
তাজমহল দেওয়া নেওয়া আরো অনেক কিছু।
বেশ লাগে শুনতে
সময়ের দুপুরে যেখানে শুকনো রোদ চেটে খায় তোমার আমার কুকুর। 
ভিখিরীদের খিদে মেটে না বাড়তে থাকে ,
বাল্কি সালু একলা হতে হতে পুরো একলা হয়ে যায়।
সময় তখন দাঁড়িয়ে দেখে।
বিকেলের ব্যালকনি থেকে ভেসে আসা স্প্যানিশ গিটারের শব্দ
গীতবিতান হারিয়ে যায়
তবু তুমহারি  সালু হিট ,,ঘষা মজা অনুভবে।

এই বিকেলে একলা রৌদ্র তোর ঠোঁটে সিগারেটের গন্ধ
নিঃশ্বাসে গভীর আমরণ ভালো থাকা।
মনে থাকে যে ,তাকে মনে করবো কেন
শুধু অভিমান হক  বনতা হ্যা সালু।
এফ এম এইটে এর.পরের গান তোকে উৎসর্গ করা
রবিঠাকুর ,,,কাদম্বরী স্পর্শ করে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...