Tuesday, May 23, 2023

ছায়া অবলম্বনে

 সব একই আছে 

সকাল হচ্ছে ,রাত্রি হচ্ছে ,সময় ঘুরছে ,সময় হাসছে 

শুধু আমিই বাদ ,

সবই একই আছে 

শুধু ঘুম আসছে না ,শুধু সময় কাটছে না ,প্রতিবাদ আসছে 

কিন্তু ক্লান্ত প্রতিবাদ 

নিজের সাথে মোকাবিলা করাটা বোধয় ভীষণ শক্ত

তাই শুধু আমি বাদ । 

.

কত  সহজ এগিয়ে যাওয়া সময়ের হাত ধরে 

আরও সহজ বোধহয় হাত ছেড়ে একলা দাঁড়ানো ,

আমরা সময় বলি ,আমরা জীবন বলি ,

অথচ আটপৌরে মানেটাও  আমি জানতাম না 

শুধু জানতাম 

কবিতার সাথে ,কবিতার রাতে একদিন আমি ঠিক মরে যাবো 

তুমি সেদিন হয়তো আমার মাথায় হাত রেখে আর  বলবে না 

মর তুই। 

.

ছায়া অবলম্বনে 

....  ঋষি 




No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...