Sunday, May 28, 2023

ব্যর্থ পুরুষ

 




একটা ঘুম ভাঙা চোখ দৌড়োচ্ছে 

খুঁজছে এই শহরের অলিতে গলিতে সেই প্রিয় মুখ ,

কেউ বলছে পাগল 

কেউ বলছে এই দৌড়ের শেষে অনিবার্য মৃত্যু ,

তবু মৃত্যু দৌড় ,তবু মৃত্যু ঘোর 

আমার কবিতা পড়ছে না সেও। 

.

একটা চক্রান্ত 

একটা হাহাকার ,একটা বিবেকহীন অনিবার্যতা ,একটা কর্পোরেশনের গাড়ি 

তুলে চলেছে এই সমাজের জমতে থাকা বিষ যোগ ,

আগুনের ঘুম ভাঙা মুহূর্তের গান শোনাচ্ছে চর্বিত চর্বন 

তবুও ফ্ল্যাশ লাইটে সুখ খুঁজছে মঞ্চের উপর মানুষের চোখ 

আর আলোর পিছনের অন্ধকারটুকু 

যারা বুঝছে 

তারাই খুঁজছে। 

যোগাযোগের আলোটা সবুজ 

মুছে যাচ্ছে নিজের ইচ্ছে মতো আমার প্রিয় মুখ ,

আমি শেষ বাসস্টপে দাঁড়িয়ে হেরে যাওয়ার অপেক্ষা করছি 

কিংবা বাজি রাখছি ,

একটা জন ব্যর্থ পুরুষ 

কিংবা হয়তো শেষ ঠোঁটে একটা আশ্চর্য মৃত্যুর । 

.

ব্যর্থ পুরুষ 

... ঋষি 


No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...