Thursday, May 11, 2023

পরিবর্তন

 পরিবর্তন 

... ঋষি 


ঈশ্বরের কাজ 

ডাক্তার কিংবা শিক্ষক

শিক্ষক ইতিমধ্যে ছাপা হয়েছে ছাপাখানায় 

সিলেবাস জমা শান্তিনিকেতনের অন্ধকার গর্তে ,

এইবার তবে ডাক্তার ছাপার পালা 

এইবার তবে ছুরিকাঁচি নিয়ে আর ঈশ্বর নয় রোগীর সামনে কসাই 

এইবার তবে পয়সা নিয়ে ডাক্তার নামক কসাই তৈরির পালা। 

.

পরিবর্তন 

হিসেবের খাতায় ঝাঁচকচকে রাস্তায় তৃষ্ণারাও বিক্রি হয় সস্তায় 

হিসেব মতো ব্যবসা সোকল্ড বিসি -নেস ,

আজ সর্বনাশ 

আজ ধ্বংস লিখবে সময়ের কলমে 

থুথু চেটে উঠে দাঁড়াবে ঈশ্বরেরা মানুষের সেবায়। 

.

সাইবেরিয়ান পাখিরা ফিরে যাবে 

প্লাস্টিকের পাখি সাজানো থাকবে অন্য সরোবরে ,

আর নরম্যাল না ,টেস্ট টিউবে জন্ম নেবে সভ্যতা অর্থের বিনিময়ে 

শিক্ষক জন্মেছে 

ডাক্তার জন্মাবে 

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন হবে প্রতিবাদ ,

মানুষ চুপ ছিল 

মানুষ চুপ থাকবে 

শুধু সভ্যতা নামক পরিবর্তনকে ধর্ষণ করবে কিছু প্লাস্টিকের হাসি 

আর মঞ্চে দাঁড়িয়ে একাডেমি কুড়িয়ে নেবে আমাদের চুপ থাকা

মা ,মাসি নাটকে মঞ্চস্থ হবে বারংবার 

মানুষ ঠকানো কিছু ব্যবসা। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...