কাঠগোলাপ
.. ঋষি
তারপর আমি একদিন রাজা হয়ে গেলাম পথের পাশে কাঠগোলাপ গাছগুলোতে তখন দারুন ফুল,
তোমাকে দু:খ দিলাম
তুমি অভিমানী হলে,
কাঠগোলাপের ফুলগুলো ঝরছিল
আমি বুঝি নি।
.
আমার সাম্রাজ্য বাড়ছিল
তুমি দাঁড়িয়েছিলে হাসিমুখে আমার পাশে
তুমি তখন ক্রমশ ফুরোচ্ছিলে আমার পাশে,
আমি ব্যস্ত ছিলাম
সাম্রাজ্যের প্রজা,খাজনা,,হাতি, ঘোড়া, শিকার
আমি ব্যস্ত ছিলাম,
পথের পাশের কাঠগোলাপের কষ্টগুলো আমি বুঝিনি।
.
তারপর একদিন আমি সম্রাট হলাম
পাশে তাকিয়ে দেখি তুমি নেই
শুধু রাস্তার পাশে কাঠগোলাপের গাছগুলো ফুল শূন্য,
আমি পাত্তা দিই নি তবু
আমার সাম্রাজ্য,আমার জমিন, আমার অধিকার।
কি যেন ঘটলো
হঠাৎ খেয়াল হলো পাশে তুমি নেই
পথের পাশে কাঠগোলাপ গাছে কোনো ফুল নেই
আমার প্রজা,খাজনা,হাতি, ঘোড়া, শিকার সব আছে
আমার সাম্রাজ্য,আমার জমিন, আমার অধিকার
সব আছে
শুধু তুমি নেই
আমার সাম্রাজ্যে আজ কাঠগোলাপের গাছগুলো হাসি শূন্য।
No comments:
Post a Comment