সমস্ত অনুভূতির পরে জমে থাকে স্মৃতি
স্মৃতিদের ঘর মায়ানির্ভর ,
ঘর ভাঙে কষ্ট হয় ,সময় ভাঙে গলার কাছে আটকে থাকে কথাগুলো
বলা হয় না ,হয়তো বলা যায় না
অথচ ভালো থাকাটা তো খুব একটা কঠিন নয়।
.
সকলের চেঙ্গিজের বংশধর হবে
সকলেই আগুনের উপর দাঁড়িয়ে সদা সত্যিটি বলবে
এমন তো নয়
কষ্ট হয় ,তবুও মেনে নিতে হয়।
মুখ আর মুখোশের দূরত্বে শুয়ে থাকা সম্পর্কেরা স্বার্থপর
কজন বলোতো তোমার মতো হয়
নিজের মুখাগ্নির পরে উঠে দাঁড়ায় ,আবার হাসে
আর বলে চরৈবতি।
..
ছায়া অবলম্বনে
.... ঋষি
No comments:
Post a Comment