লেটস স্টার্ট আ ওয়াক
.. ঋষি
যারা ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে তাদের ভালোবাসা আছে কিংবা ছিল
আর যারা ঘুমোয় না
তারা সারা রাত ঘুম খোঁজে এই শহরের প্রতিটা রাস্তায়
প্রাকটিকাল প্রুভ হলো কলম্বাসের আবিষ্কার
দ্যা ভিঞ্চির ছবি
কিংবা পার্ট অফ ইওর সিন।
.
আমরা লজ্জিত
নিরুদ্দেশের ঘুমে, আমরা পার্টিশানে প্রাগৈতিহাসিক স্বাধীনতা দেখি,
বুকের বন্দুকের নলে ভাইয়ের রক্তে লিখে ফেলি বুজরুকি,
বই পড়ি শুধু বিখ্যাত কিছু জাতে উঠবো বলে
অথচ ক্লাসিফাইয়েডের পাতায় নষ্ট নারীর বিবস্ত্রতায় মুখ লুকিয়ে মৈথুন করি।
.
দেশ বলতে আমরা জাত বুঝি
রক্তপাত বলতে আমরা প্রতিদিনকার কাজ থেকে বাড়ি ফেরা বুঝি
রুজিরুটি বলতে আমরা লোক ঠকানো বুঝি
ভাত বলতে আমরা নিজেদের বুঝি
আর নিজের বাইরে যারা
তাদের আমরা নিন্দা করা প্রতিবেশী বুঝি।
লেটস স্টার্ট আ ওয়াক
একবার হেঁটে দেখাও নিজেদের আত্মার উপর
কিসের সামনে দাঁড়ালে?
হেরে যাওয়াগুলো সব অন্যের কারণ, জেতাগুলো মানে শুধু তোমার
তোমাদের বাইরের পৃথিবীটা খুব নোংরা
আর তোমার শরীরের নোংরাগুলো সাবান দিয়ে তোলা
তোমরা নিজেরা ভালো
আর এই দেশটার কিছু হবে না।
No comments:
Post a Comment