একটা অসহ্য সময়ের দৌড়
একটা অসহ্য আয়নায় আমি,
এই মৃত্যুর কোন দাবী নেই
শুধু একটাই অধিকার, মুক্তি
অথচ সময়ের দাঁড়িপাল্লায় আমি নাবিক
কিন্তু বাঁচার অধিকার আজও তুমি নির্ভর।
.
সমস্ত শরীর জুড়ে আজ পৈশাচিক প্রেম
যন্ত্রনায় কাতরে ওঠা মাথার ভিতর রোমন্থন,
চিৎকার করতে পারছি না
বলতে পারছি না
তুমি,
শুধু অভ্যেস নও একটা বোধ " আমার "
অথচ আজ আমি,
আমার তুমিতে বিতারিত
এবং অসহ্য সামাজিক।
.
ছায়া অবলম্বনে (২)
.. ঋষি
No comments:
Post a Comment