তবু মনে রেখো
.. ঋষি
.
এমনিতে রাত জাগি, ঘুম আসে নাতাই বোধহয় সকাল হতে আমার একটু বেশি দেরী হয়
এমনিতে সকাল থেকে শুধু দৌড় আর দৌড়
কোন কিছু ভাবা বা করার সময় কই
তাই মনে থাকে না
কারণ আজকের ব্যস্ততায় সময়গুলো পুরনো হয়ে যায়।
.
ঘড়ির কাঁটার ছুট
ফেরারী মন লং রুট
ধুস এত কিছু ভাবার সময় কোথায়,
কিন্তু আজ, কিন্তু আজ হঠাৎ সকাল সকাল ঘুম ভেঙে গেলো
অফিস যাওয়ার আছে, ছেলের স্কুলের বাস
না, কিছু ইচ্ছে করছে না।
.
আজ তারিখটা মনে আছে মন্দিরা
২৫ এ বৈশাখ,স্থান শান্তিনিকেতন, সময় সকাল ৬:৩০,প্রভাতফেরি
আজ থেকে ১৬ বছর আগে, বুকের কাছে আটকে আছে স্মৃতিরা
তাছাড়া আজ বিশেষ দিন কারণ সেই দাঁড়িওয়ালা লোকটার জন্মদিন।
হলুদ শাড়ি, প্রভাতফেরীর সেই তিন ধারা লাইন
আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি
মন্দিরা, হ্যা আমার মন্দিরা।
কি যেন ছিল কি যেন হলো বেশ চলছিল
মেঠো পথের রাস্তা,বসন্তের গান আর কিছু একলা অভিমান,
আসলে অভিমানরা থাকে, আসলে অভিমানরা বাঁচে
বুকের হাঁপড়ে পরেও অভিমানরা একলা কথা বলে যখনতখন।
ফুরিয়ে গেলো হঠাৎ
হ্যা ফুরিয়ে গেলো মন্দিরা
চলে গেলো, বিয়ে হয়ে গেলো সুদুর প্রবাসে,
তবে মন্দিরা ফিরেছিল কোনদিন
সেই দিনটাও ২৫ এ বৈশাখ ছিল, জায়গাটা শান্তিনিকেতন
তবে এ এক অন্য ধারায়,
বলেছিল মনে রাখবে
বলেছিল হয়তো আর দেখা হবে কিংবা হবে না
কারন নাকি রবিঠাকুর লিখেছেন
"যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।
যদি থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি--
তবু মনে রেখো।"
No comments:
Post a Comment