Tuesday, May 2, 2023

অনিয়মিত ঈশ্বর

 অনিয়মিত ঈশ্বর 

... ঋষি 

.

বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে অজস্র উপহাস 

সন্মান শব্দটা ঈশ্বরের কাছে এক প্রযোজ্য আহুতি 

অথচ সমস্ত যোগফলের হিসেবে 

ঝুপ করে নেমে আসে এক অনিয়মিত সন্ধ্যা আমার শহরে ,

আমরা সকলে হিসেবের বাইরে আলোয় দাঁড়িয়ে থাকি 

কখন যে অন্ধকার নামে টেরই পাই না। 

.

কতগুলো ফটোফ্রেম যখন মিথ্যে হয়ে যায় 

তখন সুনীল বাবু লেখেন " কেউ কথা রাখেনি ",

তবে আমি বিশ্বাস করি  শেষ বলে কিছু হয় না  

কারণ অপেক্ষারা কথা রাখে ,

যদিও অপেক্ষা শব্দটা নদীর মতো হয় 

আর অপেক্ষার ওপারে আগামীরা হয়তো হাসে। 

.

ক্রনিকল সার্ভে বলে 

এই শহরে মানুষগুলো সব মেশিনের মতো এক একটা দৈনন্দিন 

নিয়মিত শরীরচর্চা করে ,সহবাস করে ,হাঁটে চলে ,ষড়রিপুতে বিশ্বাস করে  

কিন্তু বাঁচে না ,ভালোবাসে না ,শুধু মিথ্যে অহংকারে দিনযাপন। 

কিন্তু যাদের দিন থাকে না 

তাদের থাকে একটা সন্ধ্যে পেরিয়ে রাতের দিকে হেঁটে চলা থাকে 

তাদের থাকে  চলন্তিকা নামে  এক ঈশ্বর 

তারা বিশ্বাস  রাখে ভালো থাকায়  

তারা বাঁচে কিনা জানি না তবে জানি মরে না।


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...