সময়ের বর্ণমালা
... ঋষি
.
অ ,আ ,ক ,খ
তারপর বর্ণগুলো প্রতিবাদ করতে শুরু করছে মশাই,
আজ সব অদ্ভুত কান্ড
বাজারে গেলাম
দেখলাম একাডেমিক পুরস্কার বিক্রি হচ্ছে বাজারে
তাজ্জব ব্যাপার
কি দিনকাল সিংহ ,ছাগল ,কুকুর সকলেই সমান।
.
আসুন একটু বিরক্ত হই
কবিতা আসছে না ,আসলে কবিতা ধর্ষিত হচ্ছে ক্রমশ বাজারি লাইনে
সে লাইনে রাজা থেকে মস্তান ,মস্তান থেকে রবীন্দ্রনাথ
সকলকে দাঁড় করানো হচ্ছে সময়ের ভাঙা শিরদাঁড়ায় ,
বিবেকানন্দ নিবেদিতাকে বলছেন শুনছি বুঝলে রবিবাবু থেকে সাবধান
চারিদিকে আগুন জ্বলছে আর ব্যাটা কিনা প্রেম লিখছে।
.
সাহস ,মশাই সাহস
সত্যি বলতে যে সাহস মানুষ শুধু সিনেমার পর্দায় দেখতে ভালোবাসে
তাকে আস্পর্ধা বলে না
আসল আস্পর্ধা এটা যখন একটা ছাগল রবীন্দ্রনাথ লিখতে চায়
কিংবা যখন কতগুলো এপাং অপাং ঝপাং কবিতা হয়ে যায় ,
সেই একই সময়ের মহামান্য আদালতে দাঁড়িয়ে পাবলিক হাততালি দেয়
সংস্কৃতি ন্যাংটো হয়
ন্যংটো হয় ভারতবর্ষ বিশ্বের দরবারে।
আমি ,আপনি চুপ থাকি
কারণ আমাদের ঘরে মা ,বোন আছে
সময় চুপ আছে
কারণ সময়ে বুকে রাজার সমনের ভয়
কিন্তু কি করবো মশাই কলমের অপমান তো আর সহ্য হয় না
আর আপনারা জেনে রাখুন
চলন্তিকা পুড়লে আমি পুড়িয়ে দিয়ে পারি দেশের মন্ত্রীকেও সময়ের বর্ণমালায়।
No comments:
Post a Comment