কুড়ি লাইনের কবিতা
... ঋষি
কবিতা হতে হবে মেদ, চর্বিহীন, ছিমছাম
জাত, পাত, কাল
না হে পাঠককুল কবিতা ভার্জিন নয় কখনো।
.
চির নিবেদন
আগুন জ্বালা বুকে,মানুষ পোড়ে, পোড়ে রাষ্ট্র
শব্দ,স্তাবকতা,বায়বীয় স্তর
গোত্রান্তরে কোন নারীকে ধর্ষন করা যায় না।
.
চিরকালীন
এক্সরে বিমের নিচে সময়, বাপ বাপান্তর ভিতরের ঘর
আলাদিন,আরবী ঘোড়া, চেতনায় ইভ
সব ঘুমিয়ে পড়ে, মানুষের ভিতর মানুষ মরে।
.
চিরদিন
প্রেম লিখবো বলে প্লেবয় খুঁজছে সময়ের ভীড়
শরীর, মন, স্পর্শ
কবিতার শব্দে আপ বাঁচলে বাপের নাম।
.
চির কৃতজ্ঞ
কবিতার শব্দরা ভীত সন্ত্রস্থ, আকুল আবেদনে
লোহার ব্যারিকেড দিয়ে শহর গোছানো যায়
কিন্তু কুড়ি লাইনে জীবন লেখা৷ যায় না।
No comments:
Post a Comment